Happy Birthday
সবার জীবনেরই সবচে মজার এবং অন্যরকম একটা দিন হল তাঁর নিজের জন্মদিন। বাবা-মার সাথে আনন্দ করা, বন্ধুবান্ধবদের সাথে মজার অভিজ্ঞতা, প্রথমবার কোন কিছু করার অভিজ্ঞতা, বিশেষ কারো কাছ থেকে বিশেষ কিছু পাওয়া, কোথাও ঘুরতে যাওয়া আরও কত কি...... আমরা আর কিছু মনে রাখার চেষ্টা করি আর না করি, এই দিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে থেকে যায়।আমার জীবনে আমার যতগুলা জন্মদিনের কথা মনে পরে তার মধ্যে ২০১০ সালের জন্মদিন আর আজ ২৮.০৪.১০১৪ সালের জন্মদিনের অসাধারণ সময়টুকু সবচে স্মরণীয় হয়ে থাকবে । সম্পূর্ণ অন্যরকম এবং কিছুটা অদ্ভুতভাবে কেটেছিল জন্মদিনটা। এই সাধারণ দিনটিকে অসাধারণ করার জন্য, Arif Hasan Kanok Mushfikur Rahman Parvez Hollowman Md Ronju Leon Khan Mezbahur Rahman and Somarika Prohor তোমাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ।